১৯৮৩ সালে উপজেলা কৃষি অফিস তারাগঞ্জ, রংপুর প্রতিষ্ঠিত হয় । কৃষি অফিস কার্যালয়টি তারাগঞ্জ বাজারের অদূরে পূর্বদিকে রংপুরগামী রাজপথের দক্ষিণধারে ফলবাগান সমৃদ্ধ ছায়াঘন স্থানে অবস্থিত ।কৃষি অফিসটি প্রতিষ্ঠিত হবার পর হতে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলাবাসী কৃষক গণের মাঝে বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদের প্রচলন ও প্রবর্তন ঘটিয়ে আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিটিজেন চার্টার:
কৃষক/কৃষাণীদের চাহিদামতন কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা।
কৃষক/কৃষাণীদের মাঝে আধুনিক এবং লাগসই প্রযুক্তি হস্তান্তর।
বীজ এবং সার মনিটরিং।
চাষী প্রশিক্ষণ।
পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি গ্রহনে কৃষকদের উদ্ধুদ্ধকরণ।
বাৎসরিক সারের চাহিদা নিরুপন।
কৃষি মেলার আয়োজন।
কৃষকের তথ্য চাহিদা নিরুপন।
কৃষক সংগঠন তৈরি করা।
বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করণ।
গবেষনা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করা।
কৃষিতে রিস্ক মোকাবেলা করতে সচেতনতা বৃদ্ধি করা।
সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের মাঝে অংশীদারিত্ব বৃদ্ধিকরণ।
ফোনিং কর্মসূ্চির মাধ্যমে কৃষকের তথ্য সেবা প্রদান।
শস্য কর্তন এবং কৃষক ইন্টারভিউ এর মাধ্যমে ফসলের ফলন নিরুপন।
গুরুত্বপূর্ণপ্রকল্পসমূহ
ü চাষীপর্যায়েউন্নতমানেরধান,গমওপাটবীজউৎপাদন, সংরক্ষনওবিতরণপ্রকল্প
ü চাষীপর্যায়েউন্নতমানেরডাল, তেলওপেয়াজবীজউৎপাদন, সংরক্ষনওবিতরণপ্রকল্প।
ü বহত্তররংপুরকৃষিওগ্রামীনউন্নয়নপ্রকল্ ।
ü কৃষিসম্প্রসারণকম্পোনেন্ট(এইসি)।
ü উপজেলাপর্যায়েপ্রযুক্তিহস্তান্তরেরজন্যকৃষকপ্রশিক্ষণকর্মসূচী।
ü ইন্টিগ্রেটেডএগ্রিকালচারালপ্রোডাকটিভিপ্রজেক্ট।
ছবি | নাম | পদবি | ফোন | মোবাইল | ইমেইল |
---|---|---|---|---|---|
![]() | সমীর চন্দ্র ঘোষ | উপজেলা কৃষি কর্মকর্তা | 01719208331 | samirghosh42@gmail.com | |
![]() | মো: রাকিবুজ্জামান | কৃষি সম্প্রসারণ কর্মকর্তা | ০১৭১২৯৫৬২৯৭ | m.rakibuzzaman@yahoo.com |
ছবি | নাম | পদবি |
---|---|---|
বিশ্বনাথ সরকার | এসএপিপিও | |
![]() | মো: আলতাফ হোসেন | এসএএও |
![]() | মো: আব্দুর রহমান | এসএএও |
![]() | মোস্তাক আহমেদ | এসএএও |
![]() | মো: নুরুল ইসলাম | এসএএও |
![]() | রত্না রানী রায় | এসএএও |
![]() | মো: গোলাম কিবরিয়া মন্ডল | উপসহকারী কৃষি অফিসার |
![]() | মো: আব্দুল লতিফ | উপসহকারী কৃষি অফিসার |
![]() | মোছা: তামান্না বেগম | উপসহকারী কৃষি অফিসার |
শ্রী অরুণ রায় | এসএএও | |
মোছা: মেরিনা বেগম | এসএএও |
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়
তারাগঞ্জ, রংপুর
ফোন নং- ০৫২২৮৫৬০২৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস