Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স,তারাগঞ্জ,রংপুর।


কি সেবা কিভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন:

 

১.মাঠ পর্যায়ে টিকা দান কর্মসুচী

২.বিনামুল্যে যক্ষার কফ পরীক্ষা ও চিকৎসা প্রদান

৩.কমিউনিটি ক্লিনিকে  বিনামুল্যে ঔষধ প্রদান

৪.উপ-স্বাস্হ্য কেন্দ্রর মাধ্যেম রোগীর চিকৎসা ও ঔষধ প্রদান

৫.প্রতিবন্ধীদের সনদপত্র বিতরন

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিটিজেন চার্টার, তারাগঞ্জ, রংপুর।

১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে আগত মা ও শিশু, নারী ও পুরুষ, যুবক-বৃদ্ধ সকল কে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২। ২৪ ঘন্টা জরুরী বিভাগ খোলা থাকে এবং আগত রুগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৩। ডায়রীয়া রুগিদের জন্য ও আর টি কর্নার চালু আছে।

৪। হাসপাতালে আগত ও ভর্তি রুগীদের প্রয়োজনীয় প্যাথলজী পরীক্ষা ও এক্স রে করা হয়।

৫। ভর্তি রুগীদের বিশেষজ্ঞদের তত্তাবধানে মেডিসিন চিকিৎসা সহ জেনারেল সার্জারী ও গাইনী, মাইনর অপারেশন করা হয়(প্রযোজ্য ক্ষেত্রে)।

৬। জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রুগিদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রুগিদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

৭। ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিদিন মা ও শিশুদের প্রতিষেধক টীকা দেওয়া হয়।

৮। আগত রুগিদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়।

৯। মা ও শিশু বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়(প্রযোজ্য ক্ষেত্রে)।

১০। আগত কিশোর কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

১১। বিভিন্ন কমিউনিটি ক্লিনিক(সিসি) ও স্বাস্থ্য উপকেন্দ্র ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রেফার্ডকৃত রুগিদের গুরুত্ব সহকারে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং প্রয়োজনবোধে কোন কোন রুগিকে জেলা হাসপাতালে রেফার করা হয়।

১২। সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবাগ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

১৩। বিভিন্ন ওয়ার্ড/বিভাগে মজুদ ঔষধের তালিকা প্রদানকৃত সেবাসমূহের তালিকা সেবাপ্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো আছে।

১৪। এডোলসেন্ট কর্নারে বয়োসন্ধিকালের শিশুদেরকে বিশেষ যত্নসহকারে সেবা দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

১। কমিউনিটি ক্লিনিক

সাংগঠনিক কাঠামো

কর্মকর্তাবৃন্দ

ছবিনামপদবিফোনমোবাইলইমেইল
ডা: মো: শাহ্জাহানuhfpo ০১৭১২৫৯৮২৪২taraganj@uhfpo.dghs.gov.bd
ডা: মো: হাবিব উল হক চৌ:মেডিক্যাল অফিসার ০১৭১২১০৪০৬৭mchow@yahoo.com
ডা: কিসমত আরা শেখজুন:কন:(গাইনি)  taraganj@uhfpo.dghs.gov.bd

তথ্য প্রদানকারী কর্মকর্তা

ডা: মো: শাহ্জাহান

ইমেইল ঠিকানা

ছবি

Designation

উপেজলা স্বাস্হ্য ও প:প: কর্মর্কতা

ব্যাচ (বিসিএস)

9

মোবাইল নাম্বার

০১৭১২৫৯৮২৪২

বৈবাহিক অবস্থা

বিবাহিত

স্থায়ী ঠিকানা

   আর কে রোড, পর্যটন মোড়, রংপুর

নিজ জেলা

রংপুর

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

এমবিবিএস

কর্মচারীবৃন্দ

ছবিনামপদবি
মো: আখতার রহমানস্টোর কিপার
মো:ছায়ফুল ইসলামপ্রধান সহকারী

 

মো: শফিয়ার রহমানঅফিস সহ:কাম-কম্পিউটার

যোগাযোগ

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স,তারাগঞ্জ, রংপুর, ফোন-৫২২৮৫৬০২০