২নং কুর্শা ইউনিয়ন পরিষদটি রংপুর-দিনাজপুর মহাসড়ক এর পাসে হওয়ায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সড়ক দূর্ঘটনা হয়ে থাকে আসে পাশে কোন সরকারী এ্যাম্বুলেন্স না থাকায় রুগিকে রংপুর মেডিকেল নিয়ে জাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে যার ফলে অনেক রুগি সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু বরন করে। এ কথা চিন্তা করে ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারমন মো: শাহিনুর ইসলাম বিভিন্ন ফান্ড থেকে অর্থ সংগ্রহন জনগনের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে একটি এ্যাম্বুলেন্স ক্রয় করে যার মোবাইল নম্বর: ০১৭৯৬০০১৮১০। এবং ২নং কুর্শা ইউনিয়ন পরিষদে জনগনকে তথ্য ও সেবা দেয়ার জন্য রয়েছে তথ্য ও সেবা কেন্দ্র । ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের ডান দিকে রয়েছে শহিদ মিনার।